আকাশ তলের মেঘ হয়ে যাই তাতেই হবে ভালো
সবুজ মাঝে উড়বো তখন হবো সাদা কালো
বাঁধ সাধবে সাধ্য যে কার?
বজ্রপাতে জান নিবো তার
বৃষ্টিতে সব ধুয়ে পাবো স্বাধীনতার আলো।


সাগর তলে ঘূর্ণি হবো পাপের বোঝা বাড়লে
জলোচ্ছ্বাসে ভেসে যাবে বোনের আব্রু কাড়লে
মেঘে মেঘে জ্বলবে আগুন
হৃদাকাশে নেইতো ফাগুন
নড়বে টনক রেডকোর্সে ফাঁসির খুঁটি গাড়লে।



রচনাকালঃ
১৬ অক্টোবর ২০২০ খ্রিস্টাব্দ।