একাত্তরের পঁচিশে মার্চ
ধানমন্ডির বাড়ীতে,
রাত্রি বেলা ঘিরে ছিলো
পাক সেনাদের গাড়িতে।


বন্দি হলো বঙ্গবন্ধু
পাক বাহিনীর হাতে,
পাকিস্তানে নিয়ে গেলো
সেই সে কালো রাতে।


মূর্খের দল ভেবেছিলো
যুদ্ধ কী আর হবে!
যেমন ছিলো তেমনটাই
তাদের শাসন রবে!


ভুলে ছিলো সাত কোটি তার
দামাল ছেলে আছে,
পরাজিত হবে তারা
এই ছেলেদের কাছে।


তাই হয়েছে, তাই হয়েছে
যুদ্ধ হলো শুরু,
যুদ্ধ দেখে পাক সেনাদের
আঁতকে ওঠে ভ্রু।


ন’মাস জুড়ে যুদ্ধ শেষে
বিজয় দিলো ডাক,
স্বাধীন হলো সোনার বাঙলা
পালালো সব পাক।


বাহাত্তুরের জানুয়ারির
দশ তারিখের দিনে,
নিজের দেশে বঙ্গবন্ধু
এলেন অনেক পণে।


‘জয় বাংলা’ শ্লোগান মুখর
রেসকোর্স ময়দান,
লাখ জনতা জানান দিলেন
জাতির পিতার দান।


রচনাকালঃ
২৬ জানুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ
ঢাচিশাভি।