বিষাদে আজ মন ভরেছে ভুঞ্জো স্মৃতি স্মরি
আপন মনে উঠছে ভেসে নকশী নীলাম্বরি
তখন সবে সদ্য গোলাপ, ময়ূর পেখম খোলে
ডাগর চোখের চাহনিতে ভূবন প্রেমে দোলে।


দীঘল কালো কেশ রাশিতে প্রেমের মাতাল হাওয়া
চটুল চোখের চাহনিতে বুঝে নিলাম চাওয়া
ওষ্ঠ দু'টি পাপড়ি যেনো সর্বনাশা আঁখি
চপল চিতল তন্বী তখন হৃদয় মাঝে রাখি।


সন্ধ্যাতারা সাক্ষী ছিল প্রেমের দীক্ষা ক্ষণে
বক্ষে সে যে মুখ লুকাতো প্রণয় আলাপনে
চায়'নি মিলন তাইতো প্রেমের অঙ্কুরে হয় নাশ
কি আর হবে এখন ভেবে? ফেলে গভীর শ্বাস?