দারিদ্রতার মহাকাশ ছুঁয়েছি রঙিন স্বপ্নের পেছনে ছুটে
নেয়েছি সমুদ্রের জলে,
লবনাক্ত শরীর চেটে খায় এক ঝাঁক ক্ষুধার্ত চিল
নিরবে তাকিয়ে শুনি কুকুরের ঘেউ ঘেউ শব্দ
ভালোলাগা আর ভালোবাসা মিশেছে আকাশের কান্নায়
মেঘের আড়ালে কাঁদে তৃষিত হৃদয়।


যাযাবর পথিকের বেশে ছুটেছি পথ থেকে পথে
কন্টরা করেছে আঘাত তীব্র যন্ত্রনায় কাটিয়েছি নির্ঘুম রাত
অক্ষি যুগল অশ্রুহারা কঠিন পাথর
কপোল গড়ায়নি নোনাজল সব শেষ প্রান্ত এক বিকেল।


বেঁচে থাকার ইচ্ছেগুলো সজ্জিত শিবিকায়
কতোদিন হলো তৃপ্ত রজনীযোগ হয়নি
উতপ্ত শরীর পায়নি শিথলতা
এ কেমন জীবন বলো? একে কী বেঁচে থাকা বলে?
এর চেয়ে ঐ দূর আকাশের যাত্রি হওয়া ঢের ভালো
আজ এই প্রান্ত বেলায় মনে হয়
আমি এক অবাঞ্ছিত পৃথিবী।।


১৬ আগষ্ট ২০১৮ খ্রিষ্টাব্দ।