সফেদ কাফনে মোড়ানো শরীর
বাতাসে লোবানের সুবাস
চার বেহালার পালঙ্কে নিথর দেহ
বয়ে নিয়ে যায় গোরের পাশে
প্রচন্ড বজ্রপাতের শব্দে শুনবে না স্বজনের কান্না
আঝোর বৃষ্টিতে ভেসে যাবে অক্ষি ঝরা অশ্রু।
ইচ্ছের ইচ্ছেগুলো আজ সমাহিত হবে।


রয়ে যাবে অম্লান অজোর কিছু সৃষ্টি
উঁই পোকার খাদ্যাভাব ঘুচবে তাতে
স্মৃতির আঙিনায় ডানা মেলবে
বটতলার আড্ডা আর প্যারেডের শৈশব।


রফিকের দোকানে চায়ের কাপটি খালি পড়ে থাকবেনা
সেখানে অন্য কারো ঠোঁটের ছাপ বসবে
সুহৃদ যতো শোকার্ত হবে ক্ষণিকের জন্য
জীবনটাইতো ক্ষণস্থায়ী।


পাঁচ ওয়াক্ত শুনতে পাচ্ছি মুয়াজ্জিনের আযানের ধ্বনি
পঁচে গলে মাটিতে মিশেছে রক্ত মাংসের শরীর
হাঁড়গুলোতে পোকারা আস্তানা করেছে।


অতপর......
নামের আগে মরহুম.........
সৃষ্টি, স্মৃতি, ইতিহাস.........
শোক সভা আর শোক বার্তা,
এখানেই জীবনের সমাপ্তি।


১০ মার্চ ২০২০ খ্রিস্টাব্দ।