নাই বা হলো কথা আর নাই বা হলো দেখা
তাই বলে সই ভেবো নাকো থেমে যাবে লেখা
শব্দ গন্ধে মন জুড়াবো ছন্দ জালে বেঁধে
অক্ষি যুগল ভাসাবো না খোয়ার কষ্টে কেঁদে!


গোলাপ গুলো কলি হয়ে থাক না কানন জুড়ে
অমানিশা কেটে আবার জ্যোৎস্না আসবে ঘুরে
সেদিন না হয় সব ফুলেরা গন্ধে মাতাল করবে
ফুলের গন্ধে ঝিঁ ঝিঁর শব্দে পাংশু হৃদয় ভরবে।


কুজ্ঝটিকা চাঁদ ঢেকেছে, কিন্তু সময় আসবে
সেদিন দেখো প্রেমের তরী প্রেম যমুনায় ভাসবে
একলা সে দিন কী হয়েছে! সাগর হবে সাথি
জলের সাথে কইবো কথা শব্দে মালা গাঁথি।


ফুল পাখি আর বৃক্ষ বাতাস এদের সাথে প্রেমে
হৃদ গহীনে কি আনন্দ খেলবো জলে নেমে
ভালোবাসার মূল্য তারা সঠিক দিতে জানে
হৃদয় ভরে ভালোবাসায় ভোরের পাখির গানে।।



রচনাকালঃ
০৯ ডিসেম্বর ২০২০ খ্রিস্টাব্দ
ঢাচিশাভি।