সোনার দেশে সোনার শিশু ক'জনইবা আছে?
না খুঁজেও নিত্য পাবে পথশিশুর কাছে।


উন্নত আজ হচ্ছি মোরা গর্ব করে বলি,
পথশিশু পথেই থাকে না দেখে পথ চলি।


ভান ভণিতা ভালোই করি লোক দেখানো মায়া,
আমার ছেলে লন্ডনে তাই পাইনা তাদের ছায়া।


তেতালাতে ঠান্ডা ঘরে ঘুমাই আয়েশ করে,
রেল পথের ওই বস্তিতে যে ভিজছে শিশু ঝড়ে।


ঐ তেতালায় আছেন যাঁরা অক্ষি যুগল খুলুন,
পথশিশুর কষ্ট মুছে তাদের গড়ে তুলুন।


তাদের থেকেও হতে পারে লিংকন বা মোদি,
তাদের হাতেও যেতে পারে দেশ চালানোর গদি।


হয়তো হবে সোনার বাঙলা সোনায় সোনায় ভরা,
বলবে নাহয় এদেশটা ভাই পথশিশুর গড়া।


১ জুলাই ২০১৯ খ্রিস্টাব্দ।