সন্ধ্যাকাশে উঁকি দিলো এক টুকরো তৃষিত চাঁদ
দশ ছোরাতে ছিন্ন করলো এক জোড়া হংসমিথুন
ক্লান্ত পথিক ফিরে পেলো শ্রাবস্তী
সাধ্বীর সাধ্বীত্ব পর্দার অন্তরালে
ভালোবাসার শৃংগার হলো পূর্ণ।


পিচ্ছিল পদ্মদিঘীতে ফুটল চন্দ্রমুখী পদ্ম
নদীতে এলো জোয়ার বৈছে উজান স্রোত
বৈঠা বয়ে ডিঙি ভাসায় যৌবন মাঝি।


যেখানে নদীতে জোয়ার উজান স্রোত
চন্দ্রমুখীর চন্দ্রসুধা পদ্মদিঘীতে ফোটা পদ্ম,
আর.......
তোমার শহরে আমি আজ নগর পিতা।



১১ আগষ্ট ২০১৮ খ্রিষ্টাব্দ।