আজ হয়েছো দিগম্বরী বাঁধন হারা পৃথ্বে
কোন্ শপথে এমন হলে পৌঁছতে কোন্ তীর্থে
সাধক হওয়া এত্তো সহজ! সাধিলে হয় সাধন?
ঝর্ণা হয়ে নিত্য ঝরে ওই পাহাড়ের কাঁদন!


আমি কাঁদি তুমি কাঁদো গর্জে আকাশ কাঁদে,
কলঙ্ক ক্যান দ্যাখো নাকো অাছে যে ওই চাঁদে।
ভাবনা কেনো পূবাকাশে সূর্য দিবে উঁকি
দেখবে তখন কাটবে আঁধার কাটবে সকল ঝুঁকি।


দিগম্বরী হলে কী সব ভাবছো যাবে মুছে!
একটু খানি ফুটে দ্যাখো ব্যথার পাহাড় সুচে
ছোট্ট হলে কী হবে তার আঘাত অনেক বড়ো
পাড়লে তবে মনের মতো প্রভুর সাধন করো।।



২০ আগষ্ট ২০১৮ খ্রিষ্টাব্দ।