আজকে দেখো কেমন আছো ভালো নাকি মন্দ?
জীবন চলার পথে কি আর আছে আগের ছন্দ?
পিছন ফিরে একটু দেখো ছিলে কেমন নন্দে,
চার পাশটা এখন ঘেরা নানান রকম দন্দে।


জীবন থেকে ঝরলো যে ফুল
কাঁটায় ভরা এখন দু’কুল
ভুলবে সে দিন কেমন করে
(এখন) অক্ষি থেকে অশ্রু ঝরে!


কোন্ আশাতে বাঁধলে এ ঘর আজকে আঁধার ঘেরা,
চাইলে কী আর হবে বলো সেই আঙিনায় ফেরা!
যেথায় অনেক আলো ছিলো, ছিলো তারার মেলা
হেসে খেলে আনন্দেতে কাটতো সেথায় বেলা।


এক নায়েতে দু’জন ছিলে
মানÑঅভিমান থাকতো মিলে
কি যে হলো কেমন করে
এখন দেখি রোজ খবরে।


আলতা রঙে রাঙাও দু’পা, হরেক সাজে সাজো,
যেমনি করে বাজায় যেজন তেমনি করে বাজো।
ইচ্ছে গুলো শিকেয় পুষে, রাজ মহলের রাণী,
চাইলে কী আর মুছে যাবে শরীরে যা গ্লাণী?



১৯ মার্চ ২০২০ খ্রিস্টাব্দ।