পচাঁত্তরের পরেন আগস্ট
ভুলি কেমন করে?
ধানমন্ডির বত্রিশে
পিতার রক্ত ঝরে।


বঙ্গমাতা, জামাল কামাল
ছোট্ট শিশু রাসেল,
তাঁদের বুকেও বিঁদলো সেদিন
ঘাতক বুলেট সেল।


কেমন করে পারলি তোরা
বলনা কুলাঙ্গার?
পিতার বুকে চালাস গুলি
পাকের চাটুকার।


যিনি দিলেন স্বাধীনতা
লাল সবুজের ঝান্ডা,
তাঁর বুকেতে চালাস গুলি
চাইলি হতে পান্ডা!


হায় মোনাফেক বুঝলি নারে
কতো যে ভুল করেছিস,
বাবার বুকে গুলি করে
পাকের হাত কী ধরেছিস!


বাবার মতো আপন এমন
কোথাও কি আর পাবি?
স্বার্থ ছাড়া যিনি তোদের
দিলেন স্বাধীন চাবি।


নষ্ট তোরা হয়ে গেছিস
পাক দালালের সঙ্গতে,
থাকতে কষ্ট হয়না বুঝি
রক্ত রাঙা বঙ্গতে?


রচনাকালঃ
২৮ জানুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ
ঢাচিশাভি।