(জাতীয় শোক দিবসে "বঙ্গবন্ধু" সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ)


শোকের মাসে আনন্দটা করছে কারা জানো?
শেখ মুজিবুর জাতির পিতা ক'জনে তা মানো?
যাঁর তরে এই স্বাধিনতা এলো বঙ্গ জুড়ে
তাঁর অবদান দেখে এসো ইতিহাসটা ঘুরে।


আগষ্ট মাসের পনর তারিখ সালটা পঁচাত্তর
তাঁর বুকে ক্যান চল্লো গুলি কে দেবে সে উত্তর?
কী দোষ ছিলো ছোট্ট শিশু রাসেলের তা বলো?
বঙ্গমাতার রক্তে রাঙা বঙ্গেতে পথ চলো!


সস্ত্রীক জামাল কামাল কী দোষ করেছিলো?
মানুষ রুপি কুলাঙ্গার দল জীবন কেড়ে নিলো!
মুছে দিতে চেয়েছিলে ইতিহাসের পাতা?
হায় নির্বোধ দল ; যায় কি মোছা রক্তে রাঙা খাতা!


যে খাতাটির রন্দ্রে রন্দ্রে "বঙ্গবন্ধু" লেখা
একবারও কী হয়ে ছিলো পৃষ্ঠা উল্টে দেখা?
সেই খাতাটির নাম কী জানো? "সোনার বাংলাদেশ "
রক্ত দামে কেনা খাতা, করতে কী চাও শেষ!


সে ইচ্ছেটা শিঁকেয় তোল, এ জন্মে তা হবে না,
"বঙ্গবন্ধু" মুছতে চাইলে সোনার বাংলা রবে না।
কোটি হৃদে রক্তে লেখা আছে যে আজ নামটি
ও বাঙালি পারবে দিতে তাঁর ত্যাগের দামটি?


ভাবনা গুলো ভুল ছিলো তাই তাঁকে হত্যা করেছো,
পিতার হাতটা ছেড়ে সেদিন চাচার হাত যে ধরেছো
ভাবছো বুঝি এখন বসে কী যে ভুলটা করেছো?
হাঁটতে যিনি শেখালোরে, তাঁর থেকে দূর সরেছো।


শোকার ছায়া নেমে আসে পুরো আগষ্ট জুড়ে
সব শহীদদের স্মরণ করে হৃদ বেদনার সুরে।
শেখ মুজিবুর নামটি বলো কেমন করে ভুলে?
হাজার চেষ্টায় পারবে না তা, ওঠাও যদিও শূলে।


পেরেছো কী মুছে দিতে "বঙ্গবন্ধু"র নাম?
পনর আগষ্ট কোটি বাঙালি হয় যে মুহ্যমান।


রচনাকালঃ
১৫ আগষ্ট ২০২১ খ্রিষ্টাব্দ
ঢাচিশাভি।