কতোদিন আজ হইলো গতো দেখিনু ঘুরিয়া ফিরি
কখনো দেখিনু জলের খেলা আবার অগ্নি গিরি
মরতে দেখিনু ভালবাসা চক্ষু ভরিছে জলে
কাঁদতে দেখিনু প্রেমিক মন ভরিয়া গিয়াছে ছলে।


মর্মে ব্যথার বাস দেখিনু ব্যথায় গলে ফাঁশের দড়ি
চায়নি তো সে দালান কোঠা চায়নি অনেক টাকা কড়ি
কুড়ে ঘরে দু'মুঠ খেয়ে মাঠে সোনার ফসল বুনে
রাত্রি হলে আসতো যে ঘুম বউয়ের মুখে কেচ্ছা শুনে।


হায় অভাগা, বুঝলো সেদিন দেখলো যে দিন নিজের চোখে
রাতের বেলা গলে দড়ি পুত্র কাঁদে বাপের শোকে
বউয়ের যে তার চাওয়া এতো টাকা কড়ি, গয়না শাড়ী
মহাজনের যেমন আছে রঙ্গ কোঠা দালান বাড়ী।।