(৬৬)
আজকে কেনো অক্ষি বয়ে ঝর্ণা ধারার ঝরছে জল
বইছে প্লাবণ ঝড়ো হাওয়া অথৈই সাগর নামছে ঢল
কায়ার মায়া ত্যাগ করে ক্যান্ চাইছো যেতে আজ চলে
তবে কী আজ বুঝলে তুমি মিথ্যে ভালোবাসার ফল!!!


(৬৭)
ঢালছো ক্যানো অশ্রু শরাব ঐ পেয়ালায় আজকে সই
আপনজনতো অনেক ছিলো এখন সবাই গেলো কই
রূপের মোহে রূপ দানীতে তবে কী সব ফুল দিতো!
আজো সখি বলছি তোমায় আমি রূপের পাগল নই।


(৬৮)
এখন কি আর হবে কেঁদে প্রান্ত বেলা একলা ঘর
আপন স্বজন ছিলো যারা এখন কী তয় সবাই পর
সুখের মোহে ঘর ছেড়েছো হাত ধরেছো অন্য এক
সেদিন তুমি ভাবোনিকো জীবন হবে বালুর চর।


(৬৯)
চলে গ্যাছো কী হয়েছে চলছে জীবন গাড়ীতো
একলাতো বেশ সময় কাটে যাওনা দেখে, পারিতো
ভেবেছিলে একলা রেখে কাটবে যে দিন আনন্দে!
শরাব হলো সঙ্গি আমার বাইজি মহল বাড়ীতো।


(৭০)
চলে গ্যাছো একলা ফেলে সুরার নেশায় ডুব থাকি
রঙিন চোখের রঙ দিয়ে যে তোমার কালো কেশ আঁকি
হৃদ ক্যানভাস গেছে ভরে এখন বলো আঁকবো কই
ভালোবার আরেক নাম আজ শুভঙ্করের ছল ফাঁকি।


৭ আগষ্ট ২০১৮ খ্রিষ্টব্দ।