(৬১)
আমার তরে অনেক ঘৃণা জমা স্বজন রন্দ্রেও
অভিশাপের বুলি ছোড়েন অনেকেই তন্দ্রেও
কি আর করা এখন যে তা এই অধমের প্রাপ্য যে
কলঙ্কতো আছে যে ওই আলোকিত চন্দ্রেও।


(৬২)
আমি নাহয় মানব হয়ে ভুল করেছি কিছু যে
তাইতো মম উন্নত শির সবার কাছে নিচু যে
লজ্জাতে আজ মরে গ্যাছি এখন কী আর মারবে ভাই
তবু কেনো অভিশাপটা ছাড়ছেনা আর পিছু যে।


(৬৩)
ভুলের মাসুল আর কিভাবে কতো কাল যে দিবোরে?
সুযোগ পেয়ে সবাই এখন ইচ্ছে মতো চিবোরে
সময় এখন তোমার সহায় আমার দু'হাত রিক্ত আজ
ভারি হয়ে এলো দু'কাঁধ আর কতো পাপ নিবোরে?


(৬৪)
ছন্নছাড়া জীবন এখন একলা পথের এক পথিক
নানান রঙের রঙ ছড়িয়ে যে যার মতো মজা নিক
আমি সবি সয়ে যাবো স্রষ্টা শুধু সহায় হোক
আমার তরে আছে সবার হাজার রঙের হাজার ধিক।।


(৬৫)
বেশ ভালো নেই তবু আছি একলা নাহয় এই ভুবন
বিশাল আকাশ অরণ্য আর সাগর হলো আপনজন
মেঘের সাথে মিতালিতে বৃষ্টি হয়ে ঝরছি যে
একলাতো নই ভৃগুর সাথে নিত্য আমার সঙ্গোপন।।  


৩০ জুলাই ২০১৮ খ্রিস্টাব্দ।