(৫৬)
ইচ্ছে ছিলো শব্দ নিয়ে শব্দ খেলায় মাতবো যে,
হাজার হাজার শব্দ নিয়ে শব্দ কানন বাঁধবো যে,
আজকে কেনো এমন হলো ছন্দ শব্দ কোথায় রে
তার বিরহে আর কতোদিন নির্জনে সই কাঁদবো যে!!


(৫৭)
রাত নিশিতে স্বাদ জেগেছে সুরার প্লাবন বসবে ঐ
জ্যোৎস্নারা সব জ্বালছে আলো সাকি এখন আছো কই
লাবণ্য কেশ হাওয়ায় উড়ে ঘোমটা দিয়ে মুখ ঢাকে
আলতা পায়ে আসবে যে তাই পথপানে চেয়ে রই।।


(৫৮)
শেওলা ঢাকা পদ্মদিঘী নাইতে যাবো আজ রাতে
আমরা দু'জন থাকবো শুধু থাকবেনা আর কেউ সাথে
স্নানে আমার পিছল হবে পদ্মদিঘীর ঘাটটা যে
চুপটি করে আড়াল থেকে দেখবেনা ঐ বজ্জাতে।।


(৫৯)
উজান গাঙ্গে ভাসছে তরী যাত্রী ছাড়া একলা বসে রই,
এমন তরো জ্যোৎস্না রাতে লাবণ্য যে আছে কই
পূবের হাওয়ায় দুলছে তরী একলা কী আর মন বসে!
অক্ষি সবার ফাঁকি দিয়ে আমার না'য়ে আসো সই।।


(৬০)
পথের ধারে গাছ ছিলো এক নিত্য দিতো ছায়া যে,
সঙ্গে দিতো বাতাস অনেক হৃদয় ভরা মায়া যে,
সইলোনা তার সুখ কপালে পরকে দেবে এখন কী
রাঘব বোয়াল চোখ বিষালো নিথর হলো কায়া যে।।