কল্পনাতে কল্পপুরে স্বাধীন চেতা মানব খুঁজি
অঞ্জলি দেই অসুর নাশে লজ্জাতে দু'ই চক্ষু বুজি
ঘোর নিশীতে বিজয় কেতন দিবসে যায় ছিন্ন করে
মুখ লুকাবে! কোথায় তুমি! নও নিরাপদ আপন ঘরে।


কন্ঠ চিড়ে যতোই আসুক শান্তনা আর সাহস বুলি
দিন দুপুরে লোকের মাঝে স্বজন হারায় মাথার খুলি
সাম্য কোথায়? মুখেই শুধু? মুখ থুবড়ে আছে পড়ে
নেই কবিরাজ! নেই কি উপায়! মরবে কি মা কালা জ্বরে?