অনেক গুলো স্বপ্ন নিয়ে
হাত-পা ছুড়ে কান্না দিয়ে
টুঙ্গিপাড়ার আঙিনাতে
সতের মার্চ সন্ধ্যা রাতে
যে শিশুটি জন্ম নিলো জানো তিনি কে?


চাঁদ তারা সব জ্বলেছিলো
পাখির গানে মেতেছিলো
গাছ পালারা দুলেছিলো
নন্দে বরণ করেছিলো
যে শিশুটির জন্মে, চিনো নাকি? বলো তিনি কে?


বিপ্লবী এক বক্তা ছিলেন
মানচিত্রটা এঁকেছিলেন
লাল সবুজে নিশান দিলেন
মুক্ত একটি জাতি দিলেন
সেই শিশুটি শেখ মুজিবুর, স্বাধীনতা স্বাদ দিলো যে।



রচনাকালঃ
২৫ জানুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ
ঢাচিশাভি।