স্ব রাজ্যের রাজা আমি শক্ত আছে হৃদ-পেশী
কী আর এমন ক্ষতি হবে হলে একটু নিদ্ বেশী!
অহং গ্রাস রাখলে করে কার কী এসে যায় তাতে!
আমার আমি বেশতো আছি করবে ক্ষতি বজ্জাতে!


ব্যথার সাঁতার কাটছি শুধু অথৈ সাগর মাঝে
শূন্যতা আজ ভর করেছে লাগছে যে সব বাজে।
ভাঙা নায়ের মাঝি হলেম উজান স্রোতে চলবো!
হৃদমাঝারে যতো কথা ওপাড় গিয়ে বলবো।
হলোনা আর পাড়ি দেয়া ছাড়লো তরী সঙ্গ
সাঁতার কেটে ক্লান্ত দেহ নিথর হচ্ছে অঙ্গ।


আসবেনা আর নতুন করে জীবন জুড়ে ফাগুন
আসছে ধেয়ে কায়া পানে দাবানলের আগুন
প্রচন্ড সে তাপ
মুছবে হৃদের পাপ?
কেমন করে সইবো বলো? লাগছে যে খুব ভয়
আমার আমি, সুহৃদ-স্বজন কেউতো আপন নয়।


পাপে পঙ্কিল কায়া কি আর পারবে ছুঁতে স্বর্গ?
অঙ্কুশ ঠুকি মাথার পরে, দেইনা যতোই অর্ঘ।
বিদ্বেষী আর বিপ্লবী ভাব
বাঁধলো জমাট হৃদ ভরা পাপ
স্বর্গ ছুঁবো স্বাধ্য কোথায় আছেন রেদোয়ান
বলবে রেগে এখানে নয় অগ্নিকুন্ডে যান।


রচনাকালঃ
১৩ নভেম্বর ২০২০ খ্রিস্টাব্দ।
ঢাআচিশাভি