কোন্ ইসুতে  কেনো আবার বাসে লাগাও আগুন
সইছে নাকি আমজনতার হৃদে জাগা ফাগুন?


কোন্ তামাসায় আগুন জ্বালো
দেশের মানটা করছো কালো!
বিবেক যদি থেকে থাকে প্রশ্ন করো তাকে,
আমজনতা মরছে লাজে
তোমাদেরই ঘৃণ্য কাজে
সময় আছে যাও শুধরে লজ্জা যদি থাকে।

মুখেই শুধু বুলি শুনাও চাও যে গণতন্ত্র
জান ও মালের করবে ক্ষতি শিখেছো এ মন্ত্র!
আমজনতার করতে ক্ষতি তোমরা কি খুব দক্ষ?
এজন্য দেশ করতে স্বাধীন শহীদ ত্রিশ লক্ষ!


হায়রে রাজের নেতা
টাকায় মাথা ক্রেতা
জনসভায় লোক দেখানো, কান ভরানো ভাষণ,
মূর্ধ করো মানুষ
কথায় ওড়ে ফানুস
তাদের নিয়েই করবে দখল দেশ শাসনের আসন!


আর কতোকাল কলুর বলদ আমজনতা হবে?
রাজনীতির এই ঘৃণ্য খেলা আর কতোদিন রবে?
আদর্শ বা নীতি বলে আছে কোনো কিছু?
এমন প্রশ্নে উন্নত শির জানি হবে নিচু।


গণতন্ত্র অর্থটা কী? বুঝো ক’জন বলো,
কে শেখালো গণতন্ত্র তাঁর মতে কী চলো?
ফেষ্টুন আর বিল বোর্ডে নেতা অনেক বড়ো
পরের ধনে পোদ্দারি আর নিজের আখের গড়ো।


আসল সেবক হও,
আমজনতার হৃদ কুঠিরে সারা জনম রও।
গণতন্ত্রের মন্ত্র শেখো পাবে হৃদে ঠাঁই,
মানব সেবায় যাও জড়িয়ে দেখবে যে ক্ষয় নাই।


রচনাকালঃ
১২ নভেম্বর ২০২০ খ্রিস্টাব্দ।
ঢাসাফা।