(৩৬)
আমার হৃদয়
ছেলে-মেয়ে দ্বয়
নানার বাড়ী যাচ্ছে,
যাবার বেলায়
এ'কোন মায়ায়
মা'মনি মোর কাঁদছে।।

(৩৭)
পুরান গেলো
নতুন এলো
তোমা দেব কি আর,
আমার তরে
সবার ঘরে
হ্যাপী নিউ ইয়ার।।


(৩৮)
দেশের এ হাল
রাজনীতি চাল
আম-জনতার রক্ত,
করছে শাসন
করছে শোষণ
মসনদ করে শক্ত।।


(৩৯)
আয় কাছে আয়
প্রাণ যায় যায়
দিন কত দেখিনি তোরে,
দেখে চাঁদ মুখ
ভূলি সব দুখ
আয়'না ভরাই আদরে।।

(৪০)
জ্বালছে আগুন
কোন সে শকুন
করছে এ'দেশ গ্রাস,
আনতে ফাগুন
সবাই জাগুন
রুখতে সকল ত্রাস।।