(২১)
ভুগছি জ্বরে
এখন ঘরে
শরীর আজ বেয়াড়া,
কাশছি খুব
ব্যথায় ডুব
সেবায় পুত্র কন্যারা।।


(২২)
আর দেখোনা
আর ডেকোনা
আর ভেবোনা আনমনে,
তোমার সাথে
ফের প্রভাতে
মিলবো নাহয় গুল্বনে।।


(২৩)
যে ডাকে গো মধুর সুরে
জ্যোৎস্না ভরা রাত দুপুরে
সে ডাক শুনে তৃপ্ত মনে কাছা কাছি আসে,
মান অভিমান সবি ভুলে
ভালবাসার ডালি খুলে
ভুল গুলো সব ভুলে গিয়ে থাকে সে যে পাশে।।


(২৪)
জীবনের যুদ্ধ
চলে অবিরুদ্ধ
অভাবের সংঘাত অবিরাম,
তবে কেন ছল
বাঁধে সবে দল
শোষিতের হয় শুধু বিধি বাম।


(২৫)
রক্তে মাখা মুখ
দেখে হৃদে দুখ
স্বজনেরই কান্নার শব্দ,
মুছে গ্যাছে সুখ
ব্যাথা ভরা বুক
খুনিদের কাছে দেশ জব্দ।।