(১৬)
বছর ঘুরে
আকাশ জুড়ে
রমজানের'ই চাঁদ উঠেছে,
মানব মনে
স্রষ্টা সনে
ভালবাসার ফুল ফুটেছে।।


(১৭)
রাত্রি দুপুর
পায়ের নূপুর
জলসা ঘরে আনন্দ বোল,
এতো আলো
রাত্রি কালো
তৃষিত হৃদয় নেই যে দোল।।


(১৮)
শব্দ শুনি
তারা গুনি
চাঁদ যে একা আকাশ জুড়ে,
রয়'না ঘরে
ঝড়ে পড়ে
চাঁদ ছুঁবে গো? অনেক দূরে!!


(১৯)
মেঘলা আকাশ রণে
ছায়ার গুঞ্জরনে
হাঁকছে মরুদ্যান,
একলা হাসে চাঁদ
বিশাল তারার ফাঁদ
এইতো বিদ্যমান।।


(২০)
বিদায়ের ক্ষণ
ব্যাথাতুর মন
আঁধার ঢেকেছে চাঁদ,
কি করে সই
কার কাছে কই
তিমির ব্যাথার কাঁদ....????