(৩১)
সেবক নয়
রুগীর ভয়
ল্যাবের অংশীদার,
দেখায় ভয়
বাঁচার নয়
চেক-আপ দরকার।।


(৩২)
কি যে গুণ তেলে
মিশে নদী জলে
মরে শেষ পশু-পাখি, গাছ-পালা যত,
নেই যেন হুশ
মহোদয় খুশ
কয় কথা ওনারা নাবালকের মত।

(৩৩)
কথার কথায়
হাত যে মাথায়
যে যা ইচ্ছে বলছে,
ভাবনা পরের
সবার তরের
একা ভেবে চলছে।।


(৩৪)
তোমাদের কাছে
অনেক'ই আছে
আমার শেখার বাকি,
জানিনা তো বেশি
ফিরে ফিরে আসি
মিছে'ই স্বপন আঁকি।।

(৩৫)
কোন প্রযোজক
এমন নাটক
কোরলো উপস্থাপন?
জিয়াদ নায়ক
কে খল নায়ক
জানতে ব্যাকুল মন।।