আঙিনা ভরে গ্যাছে হাজার তারার ফুলে
লাল, নীল আর হলুদের বিষাদ বিচরণ,
পূব আকাশে জমেছে এক টুকরো তৃষিত মেঘ
সিক্ত আলো আর রিক্ত আঁধারের নিদারুণ খেলা
ঠাঁই কোথা কন্ট যুক্ত কালো গোলাপের!


ঐ যে ওখানে ওইখানে যে বয়েসি বটবৃক্ষ ছিলো
দিনে দিনে আজ সে ক্লান্ত
বয়েসের ভারে নিদ্রাহীন রাত কাটে
পোকার দংশনে আজ শুধুই খোলস
তবু ঠাঁয় দাঁড়িয়ে আছে মানব আর মানবতার সেবায়।


তৃষিত তৃহৃদে বেদনার অমোঘ তৃপ্তি।।


৯ আগষ্ট ২০১৮ খ্রিষ্টাব্দ।