সালটা ছিলো উনিশশ বিশ
সতের মার্চ রাতে,
টুঙ্গিপাড়া আলোকিত
সেদিন পূর্ণিমাতে।


টুঙ্গিপাড়ায় খোকা এলো
দরাজ কণ্ঠে কেঁদে,
কান্নাতেই জানান দিলো
রাখবে আমায় বেঁধে!


স্বাধীন স্বদেশ গড়ার জন্য
আমিই হবো পান্ডা,
আমিই দেবো মানচিত্র;
লাল সবুজের ঝান্ডা।


অমানিশার আঁধার থেকে
আনবো আলো টেনে,
সেদিনের সে শিশুটিকে
আজকে কে না চেনে।


নানা মজিদ নাম দিয়েছেন
শেখ মুজিবুর রহমান,
হলেন তিনি জাতির পিতা
মোদের হৃদে বহমান।




রচনাকালঃ
২৪ জানুয়ারি ২০২১ খৃস্টাব্দ
ঢাচিশাভি