লক্ষি সোনা চাঁদের কনা মান করেনা আর
পরস্পরে দেয়াল তোলে সাধ্যি আছে কার!
আসতে না হয় একটু দেরি হয়েছে যে আজ
একটু বোঝ ময়না পাখি ছিলো অনেক কাজ।


প্রেমের মাঝে এমনটাতো একটু আধটু হয়
মুখ ফিরিয়ে থাকলে কি আর প্রাণটা ধড়ে রয়!
হৃদ আকাশের চাঁদ যে সখি এমন করো না
মান-অভিমান ভুলে এবার হাতটা ধরো না।


নিপুল কতো সুধায় তাকে মান ভাঙেনি তবু,
বড্ড বেশি অভিমানি জীবন সাথী হবু।
নাকের নোলক, পাঁয়ের আলতা রেশমী চুড়ি শতো
কিনবে এবার পুঁজোর মেলায় আসবে সময় মতো।


সুহাসিনী রেগে আছে, আলতা চুরি চায় না
জিন্স প্যান্ট আর টপ পরবে পুঁজোর মেলায় যায় না।
ভারতীয় মর্ডাণ মেয়ে দেখতে লাগে বেশতো,
মুখটাকে তার রাখলো ঢেকে সিল্কি মাথার কেশতো।


দু'জন মিলে সিগারেটে সুখটা খুঁজে ফিরে
বাধ সেজেছে সময়টা আজ ভালোবাসা ঘিরে।।


রচনাকালঃ
১৪ আগষ্ট ২০২১ খ্রিষ্টাব্দ
ঢাচিশাভি।