র্পূণ তিথির র্পূণিমাতে জ্যোৎস্না ভরা রাতে
আনন্দেতে ভরতো হৃদয় থাকতে যদি সাথে
যাচ্ছে যে দিন সে দিন কী আর আসবে ফিরে বলো?
মিটিমিটি জ্বলছে তারা, অক্ষি ছলোছলো।


সখ্যতাটা তারার সাথে একলা এখন গড়া
কানন ভরা হাজার গোলাপ আছে পাপড়ি ঝরা
গোলাপ সুবাস ছড়ায় না আর আগের মতো যেনো
বলতে পারো জীবনটা আজ হলো এমন কেনো?


ভৃগুরপরে বসে দু’জন জ্যোৎস্না দেখবো বলে
র্পূণিমাতো কাটলো অনেক এমন আসার ছলে
অপেক্ষাতে কাটলো ক’দিন পারো কিতা বলতে?
হৃদটাতো মুষড়ে পড়ে একলা এ পথ চলতে।


কেমন করে ভুলি বলো চুলের সোঁদা গন্ধ
বিশাল আকাশ, তারার মেলা হৃদয় দুয়ার বন্ধ
কোথায় আছো? কেমন আছো? আছো কী বেশ সুখে?
আসবে কবে বলোনা সই জড়াতে ওই বুকে?


প্রত্যয়ে দিন কাটে এখন এই যে প্রান্ত বেলায়,
আসতে যদি দু’জন মিলে যেতাম পদ্ম মেলায়
কাকজ্যোৎনায় পিচ্ছিল হতো পদ্ম দিঘির ঘাট
বয়েসটাতো হয়নি বেশি, ছোয়নি আজো ষাট।


আজো গাঙে ভরা জোয়ার দুলছে তরী রঙ্গে
উজান স্রোত পারি দিতাম থাকতে যদি সঙ্গে।।



রচনাকালঃ
২৮ মে ২০২১ খ্রিস্টাব্দ
ঢাচিশাভি।