আবার আসবে কবে?
একলা নদীর ঘাটে।
প্রদীপ শিখা জ্বালি নিঃসঙ্গ,
তব তুমি আসবে আবার কবে?
দিন-রজনী হাঁটি তব একা,
ক্লেশ হৃদে শত ঢুলা আঁকা।
দক্ষিনা পবন উঠেছে প্রবল বেগে,
চন্দ্র তব সাঁজিবে নব সাঁজে।
তরী এলো তীরে শেষবেলার পরে,
শূন্য নড়ী মায়ারি জালে ডাকে।
মল্লিকা প্রস্ফুটিত নব নব রুপে,
আভাস পরে লুটায়ে চরণতলে।
তব তুমি আসবে আবার কবে?
গভীর রজনীতে  জানালার
কার্নিশে ঝুলে থাকা স্মৃতি,
নয়নকোনে দুলে যায় অতীত অধ্যায়ের রীতি।
কেনা-বেচার হাঁটে নীরব হয়ে ভাবি,
তব তুমি আসবে আবার কবে?
নিদ্রালু আমি আচমকা উঠি জাগি,
নীল নয়না হরিনী রয় আামর অভিমুখে চাহি।
তব তুমি আসবে আবার কবে?