নির্ঘুম রজনী স্মৃতির মলাটে নোনতা জলের  বিবর্ণতা,
আমি বরং চলেই গেলাম, একটা ঝাঁপসা প্রতিরুপ চিত্তে এঁটে।
চারপাশটা আজ বড়ই বিভিশিকাময়,কোথাও কোনো আহ্লাদে ছন্দ নেই।
তুমি অহল্যার মতো নির্দোষী আমার অন্তরচক্ষু সম্মুখে।
তুমি হাসিলে তবে তোমার ওই আনন্দমাখা হসি এলো বুঝি মোর দ্বারে।
তুমি সদা থাকিবে আনন্দে এটাই মোর শেষ কামনা।
আমি বরং চলেই গেলাম কুয়াশায় আবৃত মলিন স্মৃতির দলে।
আচ্ছা, তুমি কি এখনো ক্লান্ত-শ্রান্ত এই আমাকে মস্তিষ্কে রেখেছো?
দাঁত কেলিয়ে  হেঁসে যাওয়া অতীত মনে পরছে না তোমার?
যেমন করে অতি আনন্দ নিয়ে মাতৃকোলের শিশুটিও হেঁসে যায়।
আমি বসে বসে ভেবে মরি কোন দ্বিধায় এত গভীরতাটুকু আজ চরণতলে দুমড়ে-মুচড়ে পড়ে।
আমি বরং চলেই গেলাম কোনো তটিনী বরাবর নিংসঙ্গ হবার চরে।