তৃষ্ণালু নয়নদ্বয় জ্ঞান তৃষ্ণার অন্বেষণে,
দ্যুপানে তাকিয়ে তব দুর্ভাবনার অতলে।
জ্ঞান চাহি জ্ঞান চাহি নিঃসংশয়ে।
নয়নকোণের বারিধারা হেসে গেলে ক্ষুদ্রতমে,
জ্ঞানসাধন পূর্ণ হবে কি প্রান্ততলে?
তনুলয়ে তৃষ্ণা তবে লুটায়ে পড়ে মৃত্তিকাতলে,
জ্ঞানতৃষ্ণা সুধা তৃষ্ণা স্বাদ মিটবে কোন গ্রথিতে!
শুষ্ক অধর রক্তিম রেখার করতে,
জ্ঞানতৃষ্ণা চুপষে যায় গুপ্তচরে।
কপলকোণে চন্দ্ররেখা সুধা কথন রটে যায়,
জ্ঞানতৃষ্ণায় মুমূর্ষুতা তবু কেনো রয়ে যায়?
তমঃ অম্বুরের অন্তরতলে,
জ্ঞানতৃষ্ণা আছে তবে লুকায়ে।
ক্রুদ্ধ মস্তিষ্কের প্রগাঢ়ে,
জ্ঞানতৃষ্ণা অগ্নিশিখা আচমকা জ্বলিবে।