আর কতকাল পথ ভূলে হেঁটে বেড়াবো উদ্ভ্রান্তের মতো?
পকেটে টাকা নেই,মাথার উপর শীতল ছায়া নেই!
আছে শুধু হাহাকার,নিপীড়িত চিৎকার।
কে আমি!আমি কে?
গরম গরম দুপুরে হাঁটছি আমি অবিরাম।
স্বস্হির শুদ্ধতম পবন নেই,
লোচন জুড়ানো কোন ভাবমূর্তি নেই!
আছে শুধু অবহেলা,ঘৃণা আর ততোধিক লাঞ্ছনা।
কে আমি!আমি কে?
সুদখোর,মূর্খ,ভন্ড,প্রতারক, বেঈমান, খলনায়ক, মুখোশধারী শয়তান নাকি সমুদ্রের পাড়ে পরে থাকা এক টুকরো পাথর?
সব ভূলে ছেড়ে-ছুড়ে চলে যেতে মন চায় নির্জন কোন বনে!
তাহলে কি আমি মানব নয়! নাকি কেবল প্রকান্ড এক টুকরো মেঘে আবৃত ছায়ামূর্তি কেবল?
ব্যাপক ভামিনী ঘুরে যায় আমার দ্বারে দ্বারে,
ওরা ভেসে আসা তমঃ মেঘ হয়ে আসে আবার চলেও যায় বক্ষঃ গহীনে একটা কাটা বাঁধিয়ে!
আমারও তো খুব করে বাঞ্ছা হয়,
দূরের ঐ নীল গগনে ডানা মেলে সোনালী চিলের মতো ভেসে বেড়াবার জন্য কেউ একজন হাতছানিতে কাছে ডাকুক।
আমার পাশটাতে বসে দু'চারটা শীতল কথন ব্যক্ত করুক।
মিষ্টি সুরে বুলবুলির মতো কেউ একটা সুরালো বানী শুনাক!
হয়ে ওঠে না, হয়ে ওঠে না বিধু এ মুখী হতে বড্ড ভয় পায়!
মূলত কে আমি!আমি কে?
হৃদয়ের গহীন থেকেও গহীনে কষ্ট খুব টানটান!
সর্বনিশা বসে ভাবি একাকার।
তাহলে কে আমি!আমি কে?