(পেত্রার্কীয় ;অন্ত্যমিল;কখখক কখখক/গঘঙ গঘঙ)
 [ABBA ABBA/CDE CDE]
    
বৃষ্টিস্নাত রাত্রিকালে;পুলক হৃদের বন্যাতে,
মনোহর অষ্টাদশী তনয়া অরন্যে ধায়,
সর্বাঙ্গে তার আবেগ যেন লুটেপুটে খায়!
বৃষ্টির ছন্দে নবচেতনের বন্ধনে, কন্ঠ মিলায় গীতে।
আলু-থালু কেশ উড়ায় তাহার প্রবল মারুতে,
প্রকৃতির রুপের মহিমা তাহার রুপে শোভা পায়
চাঞ্চল্য বৃষ্টিপরী,হৃদপুরে সুখ এঁকে মৃদু হেসে যায়
উল্লাসে উল্লাসে সুখ উপচে পড়ে মৃত্তিকাতে।


হস্তে তাহার কাচের কাঁকন রিমঝিম বাজে,
থোকা থোকা বেলী ফুল ;খোঁপায় তাহার দোলে,
নয়নজুড়ে স্বপ্ন তাহার জ্বলে রাশি রাশি,
ভূবনের ভ্রান্তি ভুলে,অষ্টাদশী তনয়া নবরুপে সাজে।
চরণে তাহার নুপুরের ধ্বনি,সুখের কথন বলে
তনয়ার আহ্লাদে!কাঁদাজলে চন্দ্র গড়াগড়ি সর্ব দিশি।