প্রশ্নলয়ে  জাগি তব  দিবা-রজনী,
শূন্যতা!শূন্যতা!বিস্তর এই ধরণী।
ঘূর্ণনধরা প্রশ্নলয়ে ঘূরছে অবিরাম,
সদা মোর চক্ষুদ্বয়ে নাহি দেখি বিরাম।
ব্যঙ্গ আজি করিছে মানব,
বুঝতে নারি,শুনতে নারি।
কে হাসিছে ঐ অট্ট হাসি?
ঈশ্বর তবে পড়লো কি ফাঁসি?
জাগিয়া লও,জাগিয়া লও,চক্ষুভেদে দেখিয়া লও।
অমাবস্যা তব আসিলো,
চূর্ণ-বিচূর্ণ হবে দিব্যবর্ণ।
মৃদু হাস্য আর নাহি হাসি,কন্ঠ মোর রূদ্ধ।
ঝড়ো হাওয়ার তাল-বেতালে জাগিয়া উঠে সত্য।
মিথ্যালয়ে আকড়ে তোমার সঙ্গ হবে না নৃত্য।
বক্ষঃতলে শান্তি চাহি,মানুষকে মানুষ করে চাহি যে মৃত্যু।