স্মৃতি  শুনছো তুমি?
তোমার ঘরের চৌকাট ডিঙিয়ে,
হাতে একগুচ্ছ বেলী ফুল নিয়ে এই তো আমি।
স্মৃতি  শুনছো তুমি?
রজনীর গভীরে নিদ্রালু লোচনদ্বয় তোমার
আমাকে খুঁজবে কি?
             অথবা-
দিবার রৌদ্রতেজে খু্ঁজবে কি  আমায়?
তোমার ছোট ছোট আঙ্গুলের ফাঁকে,
আমার শব্দহীন কবিতারা বিচরণ করবে।
আমি তখন প্রকৃতির গায়ে মিশে যাব।
স্মৃতির দরজায় খিল মেরেই চলে যাব,
খুঁজে পাওয়ার দৈব নেই ক্ষুদ্রকায়!
স্মৃতি  শুনছো তুমি?
রং তামাশার ভূবন মাঝে,
খুঁজবে  কি আমায় বিভোল চিত্তে?
হয়তোবা না!অবশ্যই না।