চৈত সংক্রান্তির মেলা থেকে আমি যে তালপাতার বাঁশী,কিনে এনেছি,
সেটা তো তুমি দেখেছো?
আজ পহেলা বৈশাখে রমনা বটমুলে বর্ষবরন উৎসবে আমি সেই তালপাতার বাঁশীটি সমবেত সকলের সামনে বাজাবো।
আজ তুমি হাতে কোন কাজ রেখোনা,রমনা বটমুলে এসো।


আজ এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আসবেন গীতবিতান আর গীতাঞ্জলী নিয়ে।
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আসবেন, অগ্নিবীণা আর বিঁষের বাঁশী নিয়ে।
জীবনানন্দ দাশ আসবেন রূপসী বাংলা আর বনলতা সেন'কে নিয়ে।
পল্লীকবী জসীম উদদীন আসবেন নঁকশী কাঁথার মাঠ আর সুজন বাঁদিয়ার ঘাট নিয়ে।
তাঁর সাথে থাকবেন পল্লী গায়ক আব্বাস উদ্দিন আর আবদুল আলীম।
হাসন রাজা আসবেন হাসন উদাস আর মাটির পিঞ্জিরায় বন্দী মন ময়না পাখি নিয়ে।
কবি শামসুর রাহমান আসবেন দ্বিতীয় মৃত্যুর আগে প্রথম গান শুনাতে।
কবি সৈয়দ শামসুল হক আসবেন বাজিকর বেশে
পরাণের গহীন ভিতর, তার জাদুর রুমাল নাড়তে।
কবি আল মাহমুদ আসবেন সোনালী কাবিন হাতে, বখতিয়ারের ঘোড়া চড়ে।
গণমানুষের কবি দিলওয়ার,এসে পাঠ করবেন:সাগর দুহিতা ও নদীমাতৃক স্বাধীন বাংলাদেশের গণমানবের শৌর্য বীর্যের কবিতা:
পদ্মা সুরমা মেঘনা/অশেষ নদী ও ঢেউ/রক্তে আমার অনাদি অস্থি/বিদেশে জানেনা কেউ।
খ্রীষ্টীয়ঃ সতের শতকের কবি আবদুল হাকিম আসবেন, যারা বঁঙ্গেত জন্মি বঁঙ্গবাণী হিংসে তারা কার জন্মা তা নির্ণয় করতে?
আসবেন.কবি হাসান হাফিজুর রহমান একুশের কবিতা শুনাতে।
কবি আবুল হাসান তার ছোটো ভাইটি আর নরোম নোলক পড়া ছোটো বোন ও লক্ষী বউটিকে খুঁজতে আসবেন।
ছাপ্পান্ন হাজার বর্গমাইল চক্কর দিয়ে আসবেন হুমায়ূন আজাদ।
হলুদ পাঞ্জাবী পরে হুমায়ুন আহমেদ আসবেন জোছনা ও জননীর গল্প শোনাতে।
খাঁচার ভিতর অঁচিন পাখি নিয়ে আসবেন..…ফকির লালন শাহ।
আসবেন..…রাধারমন দত্ত, তার শ্যাম কালিয়ার সোনাবন্ধুরে… নিয়ে।
মানুষ নামের একটা দুই চাঁকার সাইকেল চড়ে আসবেন দুরবীন শাহ।
বাউল শাহ আবদুল করিম,মানব গাড়িতে চড়ে রওয়ানা দিলেও সেটি মধ্যপথে বিকল হয়ে এখন আর চলেনা। শেষমেশ জানা গেেছ তিনি ময়ুর পঙ্খী নায়ে চড়ে আসবেন।
তাছাড়া আরো অনেক প্রবীণ প্রাচীন গুণীজন আসবেন যাদের নামোল্যেখ করতে গেলে আমায় শতাব্দী সহস্রাব্দী কালের ইতিহাসের পাতা উল্টাতে হবে।
আপাততঃ আমার সেই অবসর নেই।
এজন্য আমি সেইসব বিদেহী মহাত্মা গণের কাছে এবং তোমার কাছেও সবিনয় ক্ষমা প্রার্থনা করছি।
কিন্তু তুমি উৎসবে এলেই সকলের নাম ধাম পরিচয় জানতে পারবে।
এবং এ যুগের অসাধারন এবং জনসাধারন সবাইকেই তুমি দেখতে পাবে।
আজ তুমি রমনা বটমুলে এসো।
______
পয়লা বৈশাখ।  ১৪২০বঙ্গাব্দ।