আমার কবিতা ভোরের হাওয়া
পাখির মিষ্টি কলতান,
আমার কবিতা দখিন জানালার ধারে,
একখণ্ড ফুলের বাগান।
আমার কবিতা দুপুর বেলায়
সুর্য্যের প্রখর কিরন,
আমার কবিতা আউসের ক্ষেতে
ধানের শীষে বাতাসের মৃদু শিহরন।


আমার কবিতা বিকেলের পড়ন্ত রোদ
অস্তমান বেলা,
আমার কবিতা মাঠে মাঠে
দুরন্তশিশু আর কিশোরের খেলা।
আমার কবিতা গোধুলীতে রাখালের গরু নিয়ে ঘরে ফেরা,
আমার কবিতা সন্ধ্যা বাতি,সাঁঝের উজ্জল তারা।
আমার কবিতা রাতের নিরবতা আঁধার ঘন,
আমার কবিতা ঘুমের ঘোরে,
এক টুকরো মধুর স্বপন।


আমার কবিতা সহজ শব্দের সরল পদ্য,
আমার কবিতা বিরহ শেষে মিলন
বিয়ে বাড়িতে আঁতশবাজি, আর
সাঁনাইয়ের বাদ্য।
আমার কবিতা সুরের ঝংকার ছন্দের মিল,
আমার কবিতা লাল সবুজ পতাকাবাহী,
দেশ প্রেমিক জনতার মিছিল।


আমার কবিতা বঙ্গবন্ধু'র ৭ ই মার্চের ভাষনে স্বাধীনতা সংগ্রামের আহ্বানে
পাকিস্তানের শোষণতন্ত্রের কম্পমান ভিত্
আমার কবিতা রবীঠাকুরে'র আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি
জাতীয় সঙ্গীত।


আমার কবিতা জাতীয় কবির "বল বীর চির উন্নত মম শির।
আমার কবিতা জীবনানন্দে'র রূপসী বাংলা ধানসিঁড়ি নদীটির তীর।
আমার কবিতা বীরশ্রেষ্ঠ,বীরোত্তম,বীরবিক্রম,
বীরপ্রতিক আর বীরাঙ্গনা,
আমার কবিতা রনাঙ্গনে বীর সাহসী মুক্তিসেনা।


আমার কবিতা পল্লীকবি'র সুজন বাদিয়ার ঘাট আর নকশী কাঁথার মাঠ
আমার কবিতা আউল বাউল
যাত্রাপালা'র আসর জমজমাট।


আমার কবিতা ষোলকলায় পুর্ণ এক কুমারী তনুলতা,
আমার কবিতা শীত শেষে বসন্তে গাছে গাছে নবীন পাতা।
আমার কবিতা চল্লিশোর্ধ এক শান্ত রমনীর পিঠ বেঁয়ে কোমর ছাপানো
সুদীর্ঘ কেশ,
আমার কবিতা ত্রিশ লক্ষ প্রানের বিনিময়ে পাওয়া সোনার বাংলাদেশ।