গ্রীষ্মের খরতাপ নহে কোন অভিশাপ
রূদ্ররূপী রোদের কিরন
আম কাঁঠাল পাঁকাতে এ হল
প্রকৃতির এক নীরব আয়োজন।


গ্রীষ্মতাপে যত কষ্ট তাহার অধিক সুমিষ্ট
গ্রীষ্মকালীন ফল,
আস্বাধন করিয়া হয় দেহপ্রাণ সবল।
গ্রীষ্ম হল বরষার যমজ ভগিনি
বোনের বিরহ শোকে তাহারও পোড়া
চোখে,
মাঝে মাঝে দেখা যায় বৃষ্টির পানি।


তৃষিত চাতক বুঝে নেয় তখন বর্ষাও
আসন্ন,
আসিবার দেরী নেই তেমন।
বকুল কামিনী আর কদম শাখায়,
চাহিলে জুড়িয়ে যায় মন।


বর্ষা আসিবার আগে প্রকৃতি অনুরাগে
শাখায় শাখায় সাজিয়ে রেখেছে
বর্ষার মনোরম বিজ্ঞাপন।