মধুর বসন্তে-সূদুর দিগন্তে প্রাজপতি মন হারিয়ে
খোলা বাতায়ন পাশে এলোকেশে দাড়াও যদি তুমি
কি করে থামাই আমি চঞ্চল বাতাসের প্রগলভ দুষ্টুমি।


পাশাপাশি বসে থাকায় মুখখোলা সুগন্ধি
তেলের শিঁশির মত সুঘ্রাণে মাতোয়ারা
তোমার দীঘল কালো চুল
যখন উড়িয়ে দেয় দুষ্ঠু দখিনা বাতাস,
বুক ভরে নেই আমি মধুর নিঃশাস।


ধন্যরে বসন্ত তোমায় ধন্যরে উতলা দখিন হাওয়া,
তোমার জন্য,প্রিয়তমার অঙ্গঁছোঁয়া সুবাস পাওয়া।