কাঁটাতে গোলাপও থাকে
পতঙ্গের বসতি মৌচাকে।
সংসারের সুখ-দুঃখ
পাপপুণ্য ভক্তি-মোক্ষ।
অনুরাগ-বিরাগ করুণা
আকাশ কুসুম কল্পনা।
লোভ-ক্ষোভ মোহমায়া
আশা-নৈরাশার রৌদ্রছায়া।
সংশয়-সন্দেহের দোলা
উদ্যম-হতাশার নাট্যলীলা।
পুলক-যাতনা এক বৃত্তে
লুকোচুরি খেলে চিত্তে।