ক্ষমা করো গৃহবালা হতে পারিনি তোমার মন মতো স্বামী
তোমাকে পারিনি দিতে সুখশান্তি আমি।
তোমার চাহিদা মাফিক চালাইনি জীবন
বারংবার করেছি নিরাশ কোন ‌স্বাদ করিনি পুরণ।
ক্ষমা করো পুত্র-কন‍্যা রক্তকণার আদরের ধন
উচিত মতো করতে পারিনি তোমাদের ভরণপোষণ।
ক্ষমা করো ভাই-ভগ্নি আত্মীয় স্বজন
তোমাদের ও পারিনি করতে তেমন যতন।
ক্ষমা করো বন্ধু-বান্ধব পাড়া প্রতিবেশী
দিয়েছি যতটা আমি নিয়েছি তার বেশী।
তথাপি বিশ্বাস করো যার যা প্রাপ্য-
মনে ভীষণ ইচ্ছে ছিল যথাযথ দিয়ে যাই,
ইচ্ছেমত সামর্থ্যের নাগাল আমি জীবনে পাইনাই।