মানুষ এক জাতি
মানুষের আরো আছে নানান প্রজাতি
মানুষের মাঝে হয় সৎ আর অসৎ,
মানুষের মাঝে রয় উদার মহৎ।
মানুষের মাঝে আছে সাধু আর ভণ্ড
মানুষে মানুষে করে জাতিভেদ খণ্ড,
মানুষের মাঝে আছে শক্ত নরম
মানুষেরই থাকে শুধু লজ্জা শরম।


মানুষের ভক্তি আছে আছে ধর্মবোধ,
মানুষ বুদ্ধিমান আর মানুষই নির্বোধ।
মানুষ আস্তিক হয়ে থাকে আস্থাবান
মানুষ নাস্তিক হলে সাক্ষাৎ শয়তান।
মানুষে গুণী আছে-খুনীও পাষণ্ড কেউ কেউ,
মানুষেরই মনে আছে-মমতার ঢেউ।
মানুষের ক্ষমতা আছে-মানুষ অক্ষম,
মানুষ মর্যাদবান মানুষ অধম।


মানুষ লিঙ্গভেদে নর আর নারী,
মানুষ আকাশে উড়ে-জমিনে বানায় বসতবাড়ি।
মানুষ অলস হয়-আবার মানুষই কর্মঠ কর্মচারী,
নিজস্ব প্রয়োজনে কতো  আবিষ্কার তাঁর কতো কারিগরি।
মানুষের মাঝে আছে হিতাহিত বোধ
মানুষেরই থাকে লোভ-লালসা কাম আর ক্রোধ।
মানুষ দয়ালু হয়-মানুষই নির্দয়,
মানুষ ভীরু আবার মানুষ নির্ভয়।


মানুষে ঈমানদার আছে মানুষ বেঈমান,
জগতে এনেছে মানুষ বেদ ছেদ জ্ঞান।
মানুষ মুর্খ হয়-মানুষ বিদ্বান,
মানুষের জন্যইতো-বেদ বাইবেল পুরাণ কুরান।
মানুষে সুর আছে মানুষে অসুর
মানুষ অপরাধী মানুষই বেকসুর।
মানুষের পাপ আছে পুণ্য ও রয়
মানুষের উন্নতি আছে-আছে অবক্ষয়।


মানুষের সুমতি আছে কুমতি ও মিলে
মানুষ সিদ্ধকাম মানুষ চিনিলে।
মানুষের মাঝে আছে দাতা ও কৃপণ
কেউ কেউ ভোগবাদি-
কোন মানুষ ত্যাগী সাধারণ।
মানুষের ক্ষুদ্র জীবনে বেশুমার লীলা
একদল প্রস্থান করে-অন্যদলে শুরু করে খেলা।


মানুষের ইতিবৃত্ত জটিল কঠিন
আপোষ মীমাংসা ছাড়া,
তর্ক আর বিতর্কের অবসান হয়না কোনদিন।
মানুষের মানস গঠন দোষ আর গুণে
মানুষ সবার সেরা-স্রষ্টার সৃজনে।