শ্যামলসবুজ চারিদার মাঝখানে এক জনপদের মানচিত্র সুগোল বৃত্তাকার।
জনপদবাসীর দীর্ঘ দিনের দুর্নিবার আকাঙ্খা
স্বাধীনতার চিহ্নবাহী এই সবুজ পতাকা নিজেদের জনপদে ওড়াবার।


সাড়ে সাতকোটি মানুষের স্বাধিকার বাসনা সাতই মার্চ উনিশশো একাত্তরে রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু বজ্রকণ্ঠে দিলেন ঘোষনা।
পঁচিশে মার্চ উনিশশো একাত্তরে ঘনাইলে রাত্রির আঁধার
পতাকাটি ছিনিয়ে নিতে হানা দিল পাকহানাদার।


প্রানকেড়ে নিল কত নিরীহ চিত্তের
লৌহবর্ণ হল পতাকার বৃত্তের,
সবুজ জমিনে দেখে রক্তের দাগ
ঘুমন্ত বঙ্গঁবাসী হইলেন সজাগ।
প্রতিজ্ঞায় স্থির হলেন শোধিতে রক্তের ঋন
ভয়হীন চিত্তে বিশ্বেরে জানালেন
আজ থেকে বাংলা স্বাধীন।


পঁচিশে মার্চ উনিশশো একাত্তরে সকাল বেলায় ঘুম থেকে উঠি
রক্তেভেঁজা বাংলার নরোম মাটিতে পুঁতিলেন
স্বাধীন পতাকার খুঁটি।
মরনজয়ী সবে স্বাধীনতার উৎসবে
প্রাণথেকে ঝেঁরে ফেলে প্রাণহানীর ভয়,
ভেদিয়া দুঃশাসন করিলেন উচ্চারন
জয়বাংলা বাংলার জয়।