কবিকে দিওনা দুঃখ,দুঃখ দিলে
ফুটবেনা ফুল,উঠবেনা আকাশে চাঁদ,
কবিকে দিওনা দুঃখ,দুঃখ দিলে
বন্ধ হবে পাখিদের গান
সব ফুল ঝরে যাবে শুন্য হবে
ফুলের বাগান।
কবিকে দিওনা দুঃখ,দুঃখ দিলে
ঝরে যাবে গাছেদের পাতা,
পৃথিবীতে থাকবেনা কোন তরুলতা।
কবিকে দিওনা দুঃখ,দুঃখ দিলে
থাকবেনা প্রেম ভালোবাসা
বৃষ্টিপাত বন্ধ হবে ধরণীতে দেখা
দেবে অনন্ত পিপাসা।
কবিকে দিওনা দুঃখ,দুঃখ দিলে
খসে যাবে আকাশের তারা,
বন্ধ হবে পাহাড়ের সব ঝর্ণাধারা।
কবিকে দিওনা দুঃখ,দুঃখ দিলে
বাজবেনা বাঁশি-
বুকফাটা কান্নায় থেমে যাবে হাসি।
কবিকে দিওনা দুঃখ,দুঃখ দিলে
সুখশান্তি পাবেনাকো তুমি-
সব নদী মরে যাবে পৃথিবীটা হবে মরুভূমি।
কবিকে দিওনা দুঃখ,দুঃখ পেয়ে
কবি যদি বলে বসে ইস্-
মৌচাকে সব মধু হয়ে যাবে বিষ।
কবিকে দিওনা দুঃখ,দুঃখ পেয়ে
কবি যদি কাঁদে,
সব আলো নিভে যাবে গ্রহন লেগে যাবে সুরুজ আর চাঁদে।
কবিকে দিওনা দুঃখ,দুঃখ দিলে
পৃথিবী'র হবে বড় ক্ষতি,
ঝড়ঝঞ্জা বজ্রপাতে মরে যাবে সব প্রজাপতি।
কবিকে দিওনা দুঃখ,দুঃখ দিলে
নাগিণীরা ফনা তুলে ছেড়ে দেবে
বিষাক্ত নিঃশ্বাস,
মানুষ হতাস হয়ে মানুষের প্রতি হারাবে বিশ্বাস।
কবিকে দিওনা দুঃখ দুঃখ দিলে মাঝ গাঁঙ্গে ডুবে যাবে নাও,
কেন তবে দুঃখ দিয়ে পৃথিবীতে সর্বনাশ ডেকে আনতে চাও?