জানালা রেখেছি বন্ধ
       দরোজা তো খুলতেই হয়
দরোজা খুলতে এখন শঙ্কাও সংশয়
মারি ও মহামারি সংক্রমনের ভয়।
দরোজা খুললেই দেখি
                       বাহিরে তাণ্ডব
          মারধর হানাহানির
                       নিষ্ঠুর উৎসব।
      দরোজা খুলতেই শুনি
                         খিস্তি খেউর
কারে মেরে কে খায়
               কে কার আগে যায়
    ইঁদুর আর বিড়ালের দৌড়।
দরোজা খুলতেই দেখি
ছলনা চাতুরি
ক্ষমতার রোষানল দম্ভ বাহাদুরি।
দরোজা খুলতেই শুনি শলা পরামর্শ
দলবাজি গলাবাজি লড়াই সংঘর্ষ।
দরোজা খুলতেই দেখি বিপদ সম্মুখে
অসহায় মানুষের ভয় চোখে মুখে।
দরোজা খুলতেই দেখি মেঘবৃষ্টি বজ্রপাত
দরোজা খুললেই পাই শত্রুর সাক্ষাত।
দরোজা খুলতেই দেখি ধস্তাধস্তি বলাৎকার ধর্ষণ
সম্ভ্রম হারানোর দুঃখও রোদন।
দরোজা খুলতেই দেখি
                        হকারের মুখ
দৈনিক পত্রিকার পাতায়
               আটকে যায় চোখ।
সুসংবাদ নেই তেমন দুঃসংবাদের ভীড়!
শান্তিতে নেই কেউ সবাই অস্তির।
দরোজা খুলতেই দেখি আগ্নেয়াস্ত্র গুলাবারুদ
লেগেছে সুর্যগ্রহণ আঁধারে মিলায়েছে রোদ।
দরোজা খুলতে এখন বুক কাঁপে ঢরে,
দরোজা বন্ধ করে তাই,
এখন আমি বসে থাকি ঘরে।