শিক্ষা হল জীববৃত্তি থেকে মানববৃত্তি লাভের
এক মোক্ষম লড়াই।
অথচ আমরা শিশুকে পড়াই,লেখা পড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে।
এই হল আমাদের গুরুভার প্রাথমিক শিক্ষা।


কোমল মতি শিশুদেরে গড়ে তুলি ছলনায় লোভাতুর করে পাঠদানের আঁতুর ঘরে
বিদ্যাশিক্ষা লাভের পরে আরাম আর আয়েশ করে জীবনযাপনে দেই দীক্ষা।


শিশুরা বিদ্যালয়ে যায় আর চতুর্দিকে চায়
দেখে কত মোটর গাড়ি রাস্তা দিয়ে চলে
মনে মনে ভাবে তারাও পাবে মোটর গাড়ি
পড়ালেখা সমাপন হলে।


এই ভাবে পড়ালেখা শিখে
শিশুরা নাহয় যদি প্রকৃত মানুষ!
সে কি তবে শিশুদের দোষ?
আসুন আমরা এভাবে শিশুদের পড়াই
গাড়ি ঘোড়া চড়ো যদি ক্ষতি নেই তায়
আগে তবে শিক্ষা নাও কিভাবে
প্রকৃত মানুষ হওয়া যায়।


এই অবসরে-নির্লোভ বিদ্যান করে
গড়ে তুলি সকল শিশুরে।