প্রকৃতির জলবায়ু পরিবর্তনের সাথে তাল ঠুকছে সাহিত্য।
আধুনিক কালপর্বের অন্তিমে এখন চলছে উত্তরাধুনিক সাহিত্য ঋতু।
ভাব শিল্পের শুস্ক মওসুম।
কবিতা আজকাল হৃদয়ের ভাবাবেগ মিশিয়ে লিখবার বস্তু নয়।
কবিতা এখন ছেনি বাটালে নির্মিত কাঠ শিল্প।
পাঠকরা কবিতা হৃদয়ঙ্গম করতে অপারগ হয়ে ছেড়ে দেন কাঠ্ঠোকরার ঠোঁটের আগায়।
পোস্টমর্ডানিজমের ছুতোয় দুর্বোধ্য বাণী বন্দনার আগে
আমরা কি একবার ভেবে দেখবোনা?মানুষের হাসি কান্না অনুরাগ-বিরাগ আপোস-প্রতিরোধ, এখনো আদিম ও অপরিবর্তিত?
উত্তর আধুনিককবি ঋষি মণীষীরা কাঁদলে যদি চোখ বেয়ে পানির বদলে পাথর পড়ে তবে তাই হোক।