রাজরাণী জুলেখার প্রেমের শিকলে-বাধা পড়ে ইউসুফ নবী ঢুকেছিলেন জেলে।
কয়েদী হইলেন যবে নবী পয়গম্বর-জেলখানা হয়ে গেলো প্রেমের বাসর।
প্রেমেতে প্রকাশ হইল রাঁধাকৃষ্ণ নাম-ভক্তেরা ভজনে কয় প্রনাম প্রনাম।
যে প্রেম লীলা হল বৃন্দাবনের বুকে-সে প্রেমে নেই কামগন্ধ দেখিয়াছি শুঁকে।
চম্পাবতীর প্রেম দিওয়ানা গাজী জিন্দাপীর-মুটুক রাজার ভয়ে
তার নত হয়নি শির।
বাদশার নন্দন আর বণিক নন্দিনী প্রেমের চরনে হয়েছিলো নতজানু-
জগতে রটিল নাম লায়লী আর মজনু।
শিরির প্রেমে মত্ত ছুঁতার ফরহাদ-পর্বত কাটিয়া দুর করিল প্রমাদ।
বাদশাহ শাহজাহানের ছিলো ধন জনবল-পত্নী মমতাজের লাগি গড়েছিলেন প্রেমের তাজমহল।
পেমের সন্মুখে কভু বিঘ্নের প্রাচীর-রচনা করতে পারে নাই কোন বীর।
প্রেমিকের অন্তরে কভু নাই মৃত্যু ভয়-যুগে যুগে দেখিয়াছি প্রেমের বিজয়।