টিভি চ্যানেলগুলো'র এখনকার নিত্যকর্মানুষ্টান,
ভেক আর মেকাপ নিয়ে,ক্যামেরার সামনে,
ধুমায়িত চায়ের কাপে চুমুক দিতে দিতে গালগপ্পো।
আমি এর সরল বঙ্গানুবাদ করেছি,কথার খই ভাজা,
ভাজবার সুবিধা এই-চাল চূলোর প্রয়োজন নেই।
বন্দুকের যেমন ফাঁকা গুলি,টকশো তেমন
ফাঁকা বুলির কুচকাওয়াজ, কেবল আওয়াজই সারাৎসার।
উপস্থাপকের মধ্যস্থতায়, এক হালি, না এক গণ্ডা?
তাই নিয়ে বাক বিতণ্ডা।
তুমুল তর্ক বিতর্ক, ডিম আগে? না মুরগী?
বাক বিবৃতিতে কোনকালেই ডিম উৎপন্ন হয়নি,
ডিম উৎপাদনে লাগে মুরগী।
বাক্যবাগীশ বাকচাতুরি জানলেও ডিম পাড়তে অক্ষম অসহায়।
ডিম পাড়তে একমাত্র মুরগী'ই সক্ষম সহায়।
ন্যায্যত মুরগী'ই  অগ্রাধিকার পায়।
সমস্যা যেখানে স্বয়ং উপস্থিত তর্কবিতর্ক বাদানুবাদ,
সমাধান সেখানে ফেরারী পলাতক-অমাবস্যার চাঁদ।