মানুষ সৃষ্টির সেরা জীব সন্দেহ নাই।
মনুষ্যরূপ ধারণ করিলেই সত্যিকারের মানুষ হওয়া যায়না,মানুষ হতে গেলে মানবিক গুণাবলী থাকা চাই।


মানবশিশু জন্ম নেওয়ার পরপরই আসল মনুষ্যত্বে হয়না উপনীত,
মানুষী শিক্ষাদীক্ষা'র মাধ্যমেই গড়ে তুলতে হয় আসল মানুষী অস্তিত্ব।


মানুষকে মানুষ করবার জন্যই ধরণীতে এত নবী পয়গম্বর এবং মহামানবের আগমন। পৃথিবীতে এত বিদ্যালয় মহাবিদ্যালয় মাদ্রাসা মক্তব,মসজিদ,মন্দির,গির্জা,প্যাগোডা,
অজস্র উপাসনালয় ও শিক্ষায়তন।


মানুষ হইবার বড়াই যেমন মানুষের আছে, জ্ঞানীগুণী মহত ধার্মিক,দাতা দয়ালু পরোপকারী নেতা ইত্যাদি।
মানুষ হইয়া পশুবৃত্তি'রদায়ে মানুষকে বহন করতে হয়,নরাদম,নরপশু,পাষণ্ড,খুনি,দুর্বৃত্ত,চোর ডাকাত,দালাল,বাটপার এই সমস্ত অপকর্মের তকোমাদি।

মনুষ্যত্বের দায়দাবির আছে অনেক,অসংখ্য বেদপ্রভেদ,
আলোচনা সমালোচনার কাণ্ডজ্ঞান আছে
মানুষের মাঝে-আছে কতো ভেদছেদ।


সমালোচনা শুনিয়া শাস্তি পাইয়া সংশোধন হইবার ক্ষমতা আছে মানুষের মাঝে,
মানুষ হইলে মনুষ্যত্বগুণ ফুটিয়া উঠে কাজে।


মানুষ যদি মানুষী শিক্ষার আদব স্বয়ংক্রিয় ভাবে মানতো আর জানতো মনুষ্যত্বের মানে,
পৃথিবীতে এত রাষ্ট্রনীতি প্রশাসন আইন আদালত পুলিশ বন্দুক লাগতোনা কোনখানে।


উত্তমের তরে পুরস্কার আছে মাথাটি থাকে উঁচু,
তিরস্কারের ভারে অধমের শির চিরদিন থাকে নিচু।


তারিখ:১৯/০৩/২০২০ খ্রীঃ